বাগেরহাটে আ.লীগ নেতাকে গলা কেটে হত্যা

যশোর এক্সপ্রেস ডেস্ক: বাগেরহাটের রামপালে মাজেদ সরদার (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে রামপাল উপজেলার কালিকাপ্রসাদ ডোবার গেট এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত মাজেদ সরদার রাজনগর গ্রামের মৃত আক্কাস সরদারের ছেলে। তিনি রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ছিলেন। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পুলিশ দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা নিশ্চিতভাবে জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। তবে স্থানীয়দের ধারণা, জমিজমা ও ঘের নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

Print
1531 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close