বেনাপোল বন্দরে ৯০ লাখ টাকার নকল তেল জব্দ

যশোর এক্সপ্রেস ডেস্ক: ভারত থেকে আমদানি করা প্রায় ৯০ লাখ টাকা দামের নকল দুলহান কেশ তেলের একটি চালান জব্দ করেছেন বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। গত রোববার সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দরের ১৪ নম্বর শেড থেকে পণ্য চালানটি জব্দ করা হয়। বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক এইচ এম শরিফুল হাসান জানান, ঢাকার হাটখোলা রাসেল সেন্টারের ‘আরশান ট্রেড ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রতিষ্ঠান ভারতের কলকাতার রয়েল ট্রেডার্স থেকে গত ১৩ অক্টোবর বেনাপোল বন্দর দিয়ে ছয় হাজার ৯৪০ দশমিক ৮০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় পাঁচ লাখ ৪৪ হাজার ১৫৮ টাকা) মূল্য দেখিয়ে ৯৬৪ কার্টন (৯২ হাজার ৫৪৪ বোতল) দুলহান কেশ তেল আমদানি করেন। পণ্যচালানটি খালাস নেওয়ার জন্য ১৫ জানুয়ারি বেনাপোল কাস্টমসে বিল অব এন্ট্রি দাখিল করেন ফ্যামিলিয়ার ইন্টারন্যাশনাল নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট। (যার বিল অব এন্ট্রি নাম্বার-সি-৫৭৭৭৯)। গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা পণ্যচালানটি পরীা করেন। পরে বাজার থেকে দুলহান কেশ তেলের প্যাকেট এনে দেখা যায়, আমদানিকরা চালানটির পণ্য নকল। আমদানিকরা পণ্যের সঙ্গে আসল প্যাকেটের ছবি ও বোতলের মিল নেই।
তিনি আরো জানান, পণ্য চালানের কাস্টমস শুল্কায়ন মূল্য ৮৭ লাখ ৯১ হাজার ৬৮০ টাকা। নকল পণ্য আমদানির জন্য আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নমুনাসহ আটক প্রতিবেদন বেনাপোল কাস্টম হাউজে জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য বিভিন্ন দেশের নকল পণ্য বাংলাদেশে তৈরি করা হলেও এই প্রথম ভারত থেকে নকল পণ্য আমদানির ঘটনা ধরা পড়ল।

Print
4297 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close