ছবি: সংগৃহীত

সংসদ কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট পরিদর্শন স্পিকারের

যশোর এক্সপ্রেস ডেস্ক: জাতীয় সংসদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মাণাধীন ৪৪৮ ফ্ল্যাট পরিদর্শন করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সোমবার বিকেলে আগারগাঁস্থ বিজ্ঞান জাদুঘরের বিপরীত পার্শ্বে নির্মাণাধিন এ ফ্ল্যাটগুলো পরিদর্শন করেন তিনি। এ সময় স্পিকারকে প্রজেক্টের মাধ্যমে নয়টি ভবনের ফ্ল্যাটের নকশা ও কার্যক্রম দেখানো হয়। এছাড়া স্পিকার নির্মাণাধীন একটি ভবনের ফ্ল্যাটও পরিদর্শন করেন। গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের অধীনে ২০১৩ সালে সালে ‘জাতীয় সংসদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪৪৮ ফ্ল্যাট প্রকল্পটির অনুমোদন দেয়া হয়। ২০১৫ সালের জানুয়ারিতে ফ্ল্যাট নির্মাণের কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রকল্পটির কাজ শেষ না হওয়ার কারণে এক বছর সময় বাড়ানোর আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

Print
1197 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

https://t.me/pump_upp
Close