যশোর এক্সপ্রেস ডেস্ক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার রায় মঙ্গলবার (২০ অক্টোবর) ঘোষণা করা হবে। গত ৪ অক্টোবর মামলাটির যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার রায়ের জন্য এ দিন ধার্য করেন। মামলাটি প্রমাণের জন্য দুদক ৪০জন সাক্ষী আদালতে হাজির করলে বিচারক তাদের সাক্ষ্যগ্রহণ করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান, এ মামলায় সাদেক হোসেন খোকা পলাতক আছেন। তিনি পলাতক থাকায় সাক্ষিকে জেরা করার সুযোগ তিনি পাননি। একতরফাভাবেই মামলাটির বিচার কার্যক্রম শেষ হচ্ছে। মামলাটিতে এর আগে ২০১৪ সালের ৩০ অক্টোবর বিএনপির এই নেতার বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। ২০০৭ সালের ৬ ডিসেম্বর সাদেক হোসেন খোকা ২ কোটি ৪৪ লাখ ৮৭ হাজার ৮৬ টাকা সম্পদের হিসাব দাখিল করেন। সম্পদের তদন্তের পর ৯ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ৯ কোটি ৬৪ লাখ ৩ হাজার ৬০৯ টাকার তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ২ এপ্রিল রমনা থানায় এ মামলা দায়ের করে দুদক। ২০০৮ সালের পহেলা জুলাই আদালতে চার্জশিট দাখিল করা এই মামলা হাইকোর্টে সাদেক হোসেন খোকার মামলা বাতিলের আবেদনের কারণে দীর্ঘদিন নিম্ন আদালতের বিচার কার্যক্রম স্থগিত ছিল। মামলাটিতে তার স্ত্রী মিসেস ইসমত আরাও আসামি। তবে চার্জশিট দাখিলের পূর্বে হাইকোর্ট তার অংশের মামলা কার্যক্রম স্থগিত করায় তদন্তও স্থগিত রয়েছে। মামলায় খোকার ছেলে ইসরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেক আসামি থাকলেও তাদের চার্জশিটে অব্যাহতি দেওয়া হয়।

সাদেক হোসেন খোকা
সাদেক হোসেন খোকার দুর্নীতি মামলার রায় মঙ্গলবার
2041 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা