যশোর এক্সপ্রেস ডেস্ক: যশোরের বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় কাটিয়েছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি মঙ্গলবার সকালে যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের বুকভরা বাওড়ে মাছের পোনা অবমুক্তকরন ও জেলেদের পরিচয় প্রদান করেন পরে যশোর সদরের ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর প্রাইমারি স্কুল মোড় থেকে বরারন্দিপাড়া লিচুতলা ভায়া আজাহারের
বাড়ী পর্যন্ত পাকা রাস্তার উদ্ধোধন করেন এবং দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় ইউনিনের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এস এম রিয়াত আলীর সভাপতিত্বে ও সদর ইপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিকেলে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আজমতপুর ও কাঠামারা গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্ধোধন করেন উদ্বোধন শেষে লেবুতলা বাজারে এক কর্মী সমাবেশে লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দীন মাষ্টারের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মঙ্গলবার এ দিন ব্যাপী কর্মসূচিতে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের সাথে ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান আব্দার, ফারুক আহমেদ কচি, সাইফুল ইসলাম তুহিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, সাংস্কৃতিক সম্পাদক আবু মুছা মধু, শহর আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ, যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু, সদস্য শেখ জাহিদুর রহমান লাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু, যুগ্ম সম্পাদক লুৎফুল কবির বিজু, সাংগঠনিক সম্পাদক ইমামুল কবির, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম জনি, সাঈদ সরদার জেলা তরুন লীগের সভাপতি আসাদুল হক আসাদ, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান মিজান, বাস্তহারা লীগের নেতা আব্দুল মালেক, সেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম টিপু সুলতান, যুবলীগের সভাপতি রবিউল ইসলাম পান্নু, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা নিমাই ঘোষ, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মায়হারুল ইসলাম খোকা সহ যশোর সদর ও শহর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।