দুর্গাপূজার নতুন গান ”দেবলীনা সুর”

বিনোদন ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘ঢ্যাম কুড় কুড় ঢ্যাম কুড় কুড় বাজছে যে ওই ঢাক’ এমন কথার একটি গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী দেবলীনা সুর ও অনিরুদ্ধ। কথা লিখেছেন সুমন সাহা, সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। পূজা উপলক্ষে মৌলিক গান গাইতে পেরে দেবলীনা সুর আর অনিরুদ্ধ দুজনই বেশ উচ্ছ্বসিত। একই অনুভূতি সুমন কল্যাণের। তিনি বলেছেন, ‘পূজার সময় মণ্ডপে মণ্ডপে বিদেশি শিল্পীদের গান বাজানো হয়। সেদিক থেকে আমাদের গানটি শ্রোতাদের নতুন কিছু শোনার সুযোগ করে দেবে। সাধারণ মানুষের কথা মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে।’

দেবলীনা সুর বলেন, ‘বাংলাদেশ তো উৎসবের দেশ। আর শারদীয় দুর্গোৎসব কিন্তু সবার উৎসব। আমার বিশ্বাস, গানটি সবার ভালো লাগবে।’গত মঙ্গলবার থেকে ইউটিউব, বিভিন্ন রেডিও আর টিভি চ্যানেলে গানটি প্রচার হচ্ছে। গানটি তৈরি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান গানওয়ালা।

Print
1432 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

https://t.me/pump_upp
Close