আন্তর্জাতিক ডেস্ক: একজন ধাত্রীর অবহেলায় আজীবনের জন্য পঙ্গু হয়ে যায় সদ্য জন্ম নেওয়া এক শিশু। ঘটনাটি ঘটেছে ১৯৯৯ সালের জুলাইয়ে বৃটেনের লানার্কশায়ারের ল’ হাসপাতালে। এতদিন পর আদালত লানার্কশায়ার একিউট হাসপাতাল এনএইএস ট্রাস্ট কর্তৃপক্ষকে ওই শিশুটির মাকে ৭ লাখ ২৫ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।
শিশুটির মা সংশ্লিষ্ট ধাত্রীর বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে মামলা দায়ের করেছিলেন। মামলার অভিযোগনামায় তিনি বলেছিলেন, সিস্টার রোজমারি মারফির ভুলের কারণেই তার সন্তানের কাঁধে মারাত্নক ক্ষতি হয় এবং তাকে স্থায়ী পঙ্গুত্ব বরণ করতে হয়েছে।
আদালত ওই সিস্টারকে দোষি সাব্যস্ত করে বলেছেন, সিস্টারের অবহেলার কারণেই শিশুটির এতবড় ক্ষতি হয়ে গেল। রায়ে বিচারক লেডি রে শিশুটির মায়ের উদ্বৃতি দিয়ে বলেন, শিশুটির জন্মের সময় সিস্টার মারফির মধ্যে অবহেলা ছিলো যথেষ্ট। সিস্টার এক রকম হিংস্রতার সাথে শিশুটিকে প্রসব করান।
ওই নারীর আইনজীবীরা আদালতে এটা প্রমাণ করতে পেরেছেন যে, সিস্টারের অবহেলার কারণেই শিশুটির এত বড় ক্ষতি হয়েছে। একই সাথে আইনজীবীরা বলেছেন, যে সিস্টার শিশুটির জন্মের সময় সঠিক নিয়ম অনুসরন করেননি।