যশোর এক্সপ্রেস ডেস্ক: দুই বিদেশী হত্যা প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, ‘সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ওই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ধারণা করা হচ্ছে, বিএনপি-জামায়াতের মাধ্যমে সরকারের পতন ঘটাতে চাই। তাদের এই পরিকল্পনা যদি বিদেশীরা টের পায় তবে তারা আতঙ্কিত হবে, এটাই স্বাভাবিক।’ তিনি সকলকে ‘আশ্বস্ত’ করে বলেন, ‘বিএনপি-জামায়াত এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে না। আর কোনো হত্যাকাণ্ড ঘটাতে পারবে না। সরকার যথেষ্ট সজাগ রয়েছে। ইতোমধ্যে দুই বিদেশী হত্যাকাণ্ডে বিএনপির কিছু নেতাকর্মীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। পূর্ণ তদন্তের পর যত শীর্ষ পর্যায়ের নেতাই হোক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে বৃহস্পতিবার দুপুর দেড়টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।
হানিফ বলেন, ‘বর্তমান সরকারের গত সাত বছরে অনেক সফলতা আছে। যে সফলতায় দেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। সব সেক্টরে উন্নয়ন হয়েছে। এই সফলতার কারণে আন্তর্জাতিকভাবে আমাদের প্রশংসা করা হয়েছে, প্রধানমন্ত্রীকে পুরস্কার দেওয়া হয়েছে।’ তিনি অভিযোগ করেন, ‘বিএনপি কখনও কোনো ভাল কাজের প্রশংসা করেনি। কারণ তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে একটিও ভাল কাজ করেনি। তাদের অর্জন হচ্ছে সন্ত্রাস ও জঙ্গিবাদের লালন এবং দুর্নীতিকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা। সেই বিএনপি সরকারের এই উন্নয়ন দেখে হতাশ হবে এটাই স্বাভাবিক। এ কারণে তারা বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।