যশোর এক্সপ্রেস ডেস্ক: বৃহস্পতিবার যশোর সদর উপজেলার দেয়াড়া-ছুটিপুর সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি বোমা উদ্ধারের দাবি করেছে পুলিশ। তবে, এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। কোতয়ালী থানার এসআই রায়হান জানান, সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ফোর্সসহ তিনি ঘটনাস্থলে যান। এরপর দেয়াড়ার নূরুল ইসলামের বাড়ির পাশ থেকে লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাঁচটি তাজা বোমা উদ্ধার করেন। কারা কী উদ্দেশ্যে বোমাগুলো রেখেছিল, তা তিনি বলতে পারেননি। 801 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

ছবি: সংগৃহীত