যশোর এক্সপ্রেস ডেস্ক: রাজধানীর দারুস সালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহীম মোল্লাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে ওই থানার পাশে পর্বতা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, ভ্রাম্যমাণ ডিউটি করার সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করছিলেন ইব্রাহীম। এ সময় আকস্মিকভাবে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
1100 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা