আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৪২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৫ জন। স্থানীয় কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় বোর্ডিয়াক্স এলাকা থেকে ৫৭ কিলোমিটার পূর্বের পুইসেগুইন এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় যানবাহন দুটির সংঘর্ষের ফলে রাস্তায় আগুন ধরে গিয়েছিল। সেসময় যাত্রীবাহী বাসটিতে ৫০ জন যাত্রী ছিল। এটি দক্ষিণের ল্যান্ডেস এলাকার উদ্দেশ্যে যাত্রা করেছিল। বাসের যাত্রীদের অধিকাংশই প্রবীন ছিলেন বলে জানা গেছে। ওই দুর্ঘটনা সম্পর্কে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ জানিয়েছেন, তিনি এই দুর্ঘটনায় খুবই ব্যথিত। তিনি ঘটনাস্থলে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন। বর্তমানে তিনি এথেন্স সফর করছেন। সেখান থেকেই এই বক্তব্য প্রদান করেছেন বলে জানা গেছে।

ফ্রান্সে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪২
1001 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা