ছবি: সংগৃহীত

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ২৮ জন

যশোর এক্সপ্রেস ডেস্ক: মৌলভীবাজার, হবিগঞ্জ ও যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৮ জন। মৌলভীবাজারের শাহ মোস্তফা সড়কে দুপুরে চৌমোহনাগামী কাভার্ড ভ্যান একটি ইঞ্জিনচালিত রিক্সাকে চাপা দেয়। সেখানেই নিহত হন রিক্সা চালক। আহত হন শিশুসহ রিক্সার তিন যাত্রী। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তারা হলেন গীর্জাপাড়ার গৌতম রায় ও শিশু গৌরব সাহা। নিহত রিক্সা চালকের পরিচয় জানা যায়নি।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে নছরতপুরগামী একটি ইজিবাইককে সকালে বিপরীতমূখী রূপসী বাংলা পরিবহনের বাস ধাক্কা দেয়। এতে ইজিবাইকের চালক ও পাঁচ যাত্রী আহত হন। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনজন। এরা হলো ইজিবাইক চালক নিশাপটের বুলবুল এবং যাত্রী জিয়াউর। অন্যজনের পরিচয় জানা যায়নি। নড়াইলের কালনা ঘাট থেকে যশোরগামী যাত্রীবাহি বাস হামিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে নিহত হন লোহাগড়ার নাজিম উদ্দিন। আহত হয় ২৫ জন।এদের মধ্যে ১৪ জনকে যশোর জেনালেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Print
921 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

https://t.me/pump_upp
Close