সারাদেশে পৃথক ঘটনায় পাঁচজন খুন

যশোর এক্সপ্রেস ডেস্ক: ঝিনাইদহ, সাভার, মাগুরা ও মেহেরপুরে আলাদা ঘটনায় পাঁচজন খুন হয়েছে। ঝিনাইদহের কাশিমপুর গ্রামে সকালে কাঁঠাল বাগানে হাত-পা বাঁধা ও গলায় ফাঁস দেয়া কৃষকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সাভার ও আশুলিয়া আলাদা ঘটনায় এক নারী সহ দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সাভারের বংশী নদীর বক্তারপুর মাঝিপাড়া ঘাট থেকে দুপুরে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া বুড়িরবাজারের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় এক নারীর ঝুলন্ত মৃতদেহ।

আধিপত্যেরকে কেন্দ্র করে মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুরের মাকসুদুল ও ফরিদুলের বিরোধ চলছিল। এর জেরে সকালে মাকসুদুল গ্রুপের সদস্য আরব লস্করকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুরের গাংনীর দেবীপুরে মাছ চাষী আজিজুলকে জবাই করে হত্যা করেছে দূর্বত্তরা। শুক্রবার রাতে পুকুর মাছ পাহারা দেয়ার সময় তাকে হত্যা করা হয়। সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। আজিজুল ১৫ বছর বিদেশ ছিলেন। দু’বছর আগে বাড়ি ফিরে মাছ চাষ শুরু করেন তিনি।

Print
672 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

https://t.me/pump_upp
Close