আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে শোভাযাত্রার দেখতে আসা দর্শকদের মধ্যে চার জন একটি গাড়ির ধাক্কায় মারা গেছে। শনিবার বিশ্ববিদ্যালয় চত্ত্বরে ঘটা ওই দুর্ঘটনার জন্য মদ্যপ চালকের বেপরোয়া গতিকেই দায়ী করা হচ্ছে। এই সময় আরও অন্তত ৪৪ জন আহত হয়।
পুলিশ জানায়, ২৫ বছর বয়সী নারী অ্যাডাসিয়া অ্যাভেরি চেম্বারস গাড়িটি চালাচ্ছিলেন। তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি মদ পান করে গাড়ি চালাচ্ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। ওকলাহোমা পুলিশের তথ্যমতে, তারা এমন ভয়াবহ দুর্ঘটনা গত ৩০ বছরে দেখেনি।
কর্তৃপক্ষ জানায়, ভিড়ের মধ্যে গাড়িটি ঢুকে পড়লে প্রাথমিকভাবে তিনজন প্রাণ হারায়, পরে দুই বছরের এক শিশুও মারা যায়। এ ছাড়াও ৫টি শিশু ও ৩ ব্যক্তি গুরুতর জখম নিয়ে হাসপাতালে আছে, তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। নগরের মেয়র জিনা নোবেল বলেন, এই ঘটনায় নগরবাসী মানসিক আঘাত পেয়েছে। সূত্র: বিবিসি।