যশোর এক্সপ্রেস ডেস্ক: ঝিনাইদহের মহেশপুরে ৮ম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ে করার অপরাধে বরসহ ৪ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাফুর রহমান সোমবার বিকালে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার জিন্নানগর গ্রামের বর তরিকুল ইসলাম (২৩), মুকুল (৩৫), মফিকুল (৩৫) ও ইউনুস আলী (৪০)।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসের পেশকার মনিরুল আহসান জানান, সোমবার দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দপুর মাঠপাড়া গ্রামে মসিয়ার রহমানের অষ্টম শ্রেণীতে পড়ুয়া কন্যা মুরশিদা খাতুনকে জিন্নানগর গ্রামের তরিকুল ইসলারে সঙ্গে বিবাহের আয়োজন করা হয়। এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে মেয়ের বিয়ের বয়স না হওয়ায় বাল্যবিবাহ আইনে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৪ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।