যশোর এক্সপ্রেস ডেস্ক: কালীগঞ্জে বাড়ির গেটের স্লাব চাপা পড়ে চাঁদনী (৮) ও নিশি (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত চাঁদনী কালীগঞ্জ উপজেলার সানবান্দা গ্রামের মিলন হোসেনের মেয়ে। আর নিশি একই গ্রামের আকালের মেয়ে। তারা দু’জনই স্থানীয় সানবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিার্থী ছিল। চাঁদনীর বাবা মিলন হোসেন জানান, মঙ্গলবার বিকাল চারটার দিকে নিশি ও চাঁদনী বাড়ির গেটের স্লাবের ওপর বসে খেলা করছিল। এসময় স্লাব উল্টে তারা দুজন চাপা পড়ে।
প্রত্যদর্শী প্রতিবেশী পিয়াস হোসেন জানান, শিশু দুটি স্লাবের এক পাশে পা ঝুলিয়ে খেলা করছিল। এসময় স্লাবটি উল্টে চাপা পড়ে তারা। ঘটনাস্থলেই মারা যায় বাচ্চা দুটি। জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিকেল পাঁচটায় বলেন, ‘দুই শিশুর স্লাব চাপা পড়ার কথা শুনে আমি এখন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। গ্রামে পৌঁছে বিস্তারিত জানাতে পারব।’