যশোর এক্সপ্রেস ডেস্ক: মহেশপুর উপজেলায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি ডিগ্রি কলেজ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে খালিশপুর হামিদুর রহমান স্মৃতি জাদুঘরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্য রফিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ড. আব্দুল মালেক গাজী, এসবিকে ইউপি চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার রবিউল আওয়াল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ছোট ভাই ফজলুর রহমান, শিক ওমর ফারুক, কলেজ ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, রোমানা আক্তার ও কামরুন্নাহার। এর আগে প্রধান অতিথি শহীদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন ও তার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।

বীরশ্রেষ্ঠ হামিদুরের শাহাদতবার্ষিকী পালিত
1197 মোট পাঠক সংখ্যা 3 আজকের পাঠক সংখ্যা