স্পোর্টস ডেস্ক: ইংলিশ ফুটবলে প্রথম জয়ের স্বাদ পেয়েছেন জারগেন ক্লপ। কারণ, ইংলিশ প্রিমিয়ার লিগে আরও একটি হারের স্বাদ নিতে হয়েছে শিরোপাধারী চেলসিকে। শনিবার রাতে নিজ মাঠে লিভারপুলের কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছে জোসের মরিনহোর দল।
চাপের মুখে খেলতে নামা চেলসি ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে গিয়েছিল ১-০ গোলে; রেমিরেসের গোলে। তবে ব্রাজিলিয়ান ফুটবলার ফিলিপ কোর্টিনহোর জোড়া এবং ক্রিশ্চিয়ানো বেনটেকের একমাত্র গোলে ম্যাচ জিতে নিয়েছে ক্লপের দল লিভাপুল। প্রথমার্ধের ইনজুরি টাইমে লিভারপুলকে ১-১ সমতায় ফিরিয়েছেন কোর্টিনহো। এরপর ৭৪ মিনিটে ব্যবধান ২-১ করেছেন তিনি।
এরপর ৮৩ মিনিটে বেনেটেকে গোল করলে লিভাপুলের জয় নিশ্চিত হয়ে গিয়েছে। এ জয়ে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট অর্জন করা লিভারপুল রয়েছে লিগ টেবিলের সপ্তমস্থানে। অন্যদিকে, ১১ ম্যাচে ১১ পয়েন্ট পাওয়া বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে থেকে যেতে হয়েছে ১৫তম স্থানে।