যশোর এক্সপ্রেস ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। শনিবার সকাল পৌনে ৮ টার দিকে বসুন্ধরা এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে তারা এ মিছিল করে।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিনের নেতৃত্বে মিছিলে জামায়াত নেতা ড. রেজাউল করিম, নাজিম উদ্দিন মোল্লা, সাইফুল ইসলাম, জিল্লুর রহমান ও শিবির নেতা তারিক হাসান উপস্থিত ছিলেন।
1086 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা