আইটি ডেস্ক: ল্যাপটপের ধারণা বদলে দিতে নতুন দুইটি ল্যাপটপ আনলো লেনোভো। এগুলো লোনোভো ইয়োগা ৭০০ সিরিজের। একটি ১১ ইঞ্চির। অন্যটি ১৪ ইঞ্চির। এই ল্যাপটপ দুইটির বিশেষত্ব হলো এগুলো বিপরীত দিকে ভাঁজ করে ব্যবহার করা যাবে। ল্যাপটপ দু’টিই উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত। লেনোভোর নতুন ল্যাপটপ দুইটিতে আছে ১০ পয়েন্ট মাল্টিটাচ। ডিসপ্লে ফুল এইচডি। ডিসপ্লের রেজুলেশন ১৯২০x ১০৮০।
ল্যাপটপ দুইটিতে ডলবি ডিএস১.০ হোম থিয়েটার সম্বলিত স্টেরিও স্পিকার রয়েছে। ১১ ইঞ্চির ল্যাপটপটির ওজন মাত্র ১.১ কিলোগ্রাম। এটির পুরুত্ব ১৫.৮ মিলিমিটার। এই ল্যাপটপটির ব্যাটারিতে সম্পূর্ণ চার্জ দিলে একটানা ৭ ঘণ্টা সচল থাকবে।
১৪ ইঞ্চির ল্যাপটপটিতে আছে ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের কোর আই ৭ প্রসেসর, অপশনাল এনভিডিয়া জিফোর্স ৯৪০ এম গ্রাফিক্স কার্ড এবং ৮ জিবি ডিডিআর৩এল মেমোরি। এসএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে। লোনোভো ইয়োগা ৭০০ ল্যাপটপ দুইটিতে আছে ব্যাকলিট কিবোর্ড। ফলে দ্রুত টাইপ করা যাবে। ১১ ইঞ্চির লেনোভো ইয়োগা ল্যাপটপটির মূল্য ৬৪৯ ডলার। অন্যদিকে ১৪ ইঞ্চির ল্যাপটপটির মূল্য ৭৯৯ ডলার।