যশোর এক্সপ্রেস ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে পায়রা সমুদ্র বন্দরসহ গোটা উপকূলে তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা শহরসহ গোটা উপকূলে সূর্যের মুখ দেখা যায়নি। হালকা বৃষ্টিপাত ও বাতাসের কারণে শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে। ফলে জনজীবন কিছুটা স্থবির হয়ে পড়েছে।
কলাপাড়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরসহ গোটা উপকূলে তিন নম্বর সর্তক সংকেত দেখানো হয়েছে। যে কারণে গভীর সমুদ্রগামী মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে বলাসহ সর্তক অবস্থায় চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার এ অবস্থা আরো দু-তিন দিন চলমান থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।
এদিকে শনিবার ভোররাত থেকে শুরু হয় হালকা ও মাঝারি বৃষ্টিপাত। ফলে জনসাধারণের কাজকর্মে কিছুটা স্থাবিরতা দেখা দিয়েছে। মাঝে মাঝে হালকা বজ্রপাত ও বাতাসের কারণে দেখা দিয়েছে শীতের তীব্রতা।