যশোর এক্সপ্রেস ডেস্ক: তার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানিয়েছেন, মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে ফখরুলের জামিন আবেদনের শুনানি হবে। আত্মসমর্পণের জন্য মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে আদালতে পৌঁছান বিএনপির মুখপাত্র। তার আইনজীবীরা কাগজপত্র নিয়ে আগেই সেখানে উপস্থিত ছিলেন।
পল্টন থানার এই তিন মামলায় আপিল বিভাগ থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন ফখরুল। বিদেশ থেকে ফেরার পর তার জামিনের মেয়াদ বাড়ানোও হয়। তিনি আত্মসমর্পণের আগে আরও সময় চেয়ে আবেদন করলে গত সোমবার তা নাকচ করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবারের মধ্যে ফখরুলকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।
1226 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা