যশোর এক্সপ্রেস ডেস্ক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। দেশে শিক্ষিতের হার বেড়েছে। একই সাথে শিক্ষাব্যবস্থারও আমূল পরিবর্তন হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে।’ সোমবার ফ্রান্সে প্যারিস-বাংলা প্রেস ক্লাবের নেতাদের সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। বিকেলে প্যারিসের কমবার্নি এলাকার হোটেল ইবিসের বলরুমে এ সাক্ষাৎ হয়।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা আমাদের সরকার ও জাতির একটি অগ্রাধিকার খাত। তবে কিছু বিষয় থাকে, যা অগ্রাধিকারের চেয়েও বেশি অগ্রাধিকার পেয়ে থাকে। তাদের মধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা অন্যতম। বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে, বিশেষ করে নারীদের কথা অবশ্যই উল্লেখযোগ্য।’
সরকারের সকল উন্নয়নমুলক কর্মকাণ্ডে প্রবাসীদের ইতিবাচক সহায়তা অত্যন্ত প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকার প্রবাসীদের সব সমস্যা সমাধানে বদ্ধপরিকর।’ শিক্ষার আধুনিকায়নে গত ছয় বছরে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা যুগ যুগ ধরে একটি ট্র্যাডিশনাল মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। রাতারাতি এর চিত্র পরিবর্তন করা সম্ভব নয়। তবে সরকার শিক্ষার আধুনিকায়নে নিরলসভাবে কাজ করে চলেছে।’
আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার স্বপ্ন বাস্তবায়নে তরুণরা সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকারের একটি নিশ্চিত লক্ষ্য আছে; আর এ লক্ষ্য পূরণে তরুণরাই হতে পারে সরকারের অংশীদার।’
এ সময় প্যারিস-বাংলা প্রেসক্লাবের সভাপতি আবু তাহির, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বাবু, কোষাধ্যক্ষ ফেরদৌস করিম আখনজী, প্রচার সম্পাদক নয়ন মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।