১২ ট্রলারসহ মিয়ানমারের ৯২ জেলে আটক

যশোর এক্সপ্রেস ডেস্ক: টেকনাফের সেন্টমার্টিনের অদূরে গভীর বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ১২টি মাছ ধরার ট্রলারসহ ৯২ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌ-বাহিনী। মঙ্গলবার দুপুর ২টার দিকে টেকনাফের সেন্টমার্টিনের অদূরে গভীর বঙ্গোপসাগরে ট্রলারসহ তাদের আটক করা হয়।

নৌ-বাহিনীর সেন্টমার্টিন ফরওয়ার্ড বেস স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট এসএম সাইফুল আলম কিবরিয়া জানান, নৌ-বাহিনীর সদস্যরা বিএন ধলেশ্বরী জাহাজে করে নিয়মিত টহল দেয়ার সময় সেন্টমার্টিনের অদূরে গভীর বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মিয়ানমারের কিছু ট্রলারকে মাছ ধরতে দেখতে পায়। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে এসব ট্রলারসহ ৯২ জন মাঝি-মাল্লাকে আটক করা হয়। এসময় ট্রলারে থাকা জাল ও সংগ্রহ করা মাছ জব্দ করা হয়েছে। লেফটেন্যান্ট এস.এম সাইফুল আলম কিবরিয়া জানান, গভীর সাগরে আটক মিয়ানমারের এসব জেলেদের ট্রলারসহ টেকনাফ নিয়ে আসা হচ্ছে। এদের টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Print
4156 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close