যশোর এক্সপ্রেস ডেস্ক: নড়াইলের লোহাগড়া থেকে ১ হাজার ৮৭৫ রাউন্ড এসএলআর এবং ৫০ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলিসহ দু’টি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে লোহাগড়ার সরকারপাড়ার লুৎফর রহমানের বাড়ির ভিত্তিপ্রস্তর খোড়ার সময় দুই ফুট মাটির নিচ থেকে শ্রমিকরা গুলি ও অস্ত্র দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কেএম জাফর আলী ও শিমুলের নেতৃত্বে একদল পুলিশ এসব গুলি ও অস্ত্র উদ্ধার করেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে- উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের। এসব অস্ত্র ও গুলিতে মরিচা ধরেছে।
1485 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা