২১ আগস্ট গ্রেনেড হামলা: পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২২ ডিসেম্বর

যশোর এক্সপ্রেস ডেস্ক: রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষের ২০৩ নম্বর সাক্ষী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে আসামি পক্ষের জেরা শেষ হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন স্থাপিত ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে সোম ও মঙ্গলবার জবানবন্দি দেন এই সংসদ সদস্য। বিচারক শাহেদ নুরুদ্দীন বৃহস্পতিবার আসামিপক্ষের অসমাপ্ত জেরা শেষে পরবর্তী নতুন সাক্ষ্যগ্রহণের জন্য ২২ ডিসেম্বর দিন ধার্য করেন। এ সময় রাষ্ট্রপক্ষে এ মামলার প্রধান কৌসুলি সৈয়দ রেজাউর রহমানসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় সন্ত্রাসীরা গ্রেনেড হামলা চালায়। এতে আওয়ামী লীগের তৎকালীন মহিলাবিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।

Print
2198 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close