যশোর এক্সপ্রেস ডেস্ক: সরকারের বিনামূল্যে পাঠ্যবই দেওয়ার নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এবার বরখাস্ত হলেন এক প্রধান শিক্ষিকা। বাগেরহাটের শরণখোলা উপজেলার বাধাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জসিমা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদন পেয়ে গতকাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার এ ব্যবস্থা গ্রহণ করেন। একই সঙ্গে তাকে কেন চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবেনা তা জানতে চেয়ে ওই শিক্ষিকাকেকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। অভিযোগ ছিল, বাধাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জসিমা আক্তার ১ জানুয়ারি বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শতাধিক ছাত্রছাত্রীর কাছ থেকে ২৫ থেকে ৩০ টাকা করে নিয়ে তাদের পাঠ্যবই প্রদান করেন। আর যেসব শিক্ষার্থী টাকা দিতে পারেনি, তাদের বই না দিয়ে খালি হাতে ফিরিয়ে দেন তিনি।

নতুন বই দিতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেবার অভিযোগে বরখাস্ত প্রধান শিক্ষিকা
980 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা