যশোর এক্সপ্রেস ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের মাঠ থেকে ২৪টি বিরল প্রজাতির কবুতরসহ সাইফুল ইসলাম (২৩) ও পলাশ হোসেন (২১) নামে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সাইফুল মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং পলাশ কুল্লা গ্রামের বজলুর রহমানের ছেলে। ৬ চুয়াডাঙ্গা বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক এস,এম মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার আনুমানিক রাত ২টার দিকে শ্যামকুড় বিওপির টহল কমান্ডার নায়েক দুলাল শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২৪ টি ভারতীয় বিরল প্রজাতির কবুতরসহ ওই দুই ব্যক্তিকে আটক করেন। পরে কবুতরগুলো প্রাণিসম্পদ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে জমা দেয়া হয়। আসামি দুইজনকে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারা মোতাবেক মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এস,এম মনিরুজ্জামান আরো জানান, কবুতরগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। তিনি জানান, এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।

মহেশপুরে বিরল প্রজাতির ৭ লাখ টাকা মূল্যের কবুতরসহ আটক ২
1741 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা