যশোর এক্সপ্রেস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিলেটের একটি আদালত। বৃহস্পতিবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় দায়ের করা এক মামলার (২২১/১৫) শুনানি শেষে তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হলো।
২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে তারেক রহমান বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন। এর প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে ওই বছরের ২৪ ডিসেম্বর সিলেটের নিম্ন আদালতে মামলা দায়ের করেন জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ। সামাদের পক্ষে দায়ের করা মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট সুরুজ আলী, অ্যাডভোকেট সুয়েব আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন ও টিপু রঞ্জন দাস।