টাইগাররা এখন খুলনায়

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি২০ সিরিজ খেলতে শুক্রবার দুপুরে খুলনায় পৌঁছেছে টাইগাররা। শুক্রবার দুপুর ২টার দিকে খুলনায় এসে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। সকালে ঢাকা থেকে বিমান যোগে যশোর হয়ে বাসযোগে এসে দুপুর দুইটায় খুলনার ‘হোটেল সিটি ইন’-এ উঠেছে মাশরাফি বিগ্রেড।  এদিকে সৌম্য সরকারের আমন্ত্রণে শুক্রবার সকালে সাতক্ষীরা গেছেন টাইগার দলপতি মাশরাফি। সাতক্ষীরা থেকে রাতেই খুলনায় টিম হোটেলে পৌঁছবেন সৌম্য ও মাশরাফি। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বাংলামেইলকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নিরাপত্তায় শুক্রবার দুপুর ২টার দিকে মহানগরীর হোটেল সিটি ইনে এসে পৌঁছেছে জাতীয় দল।

হাস্যেজ্জ্বল সাব্বির রহমান

আগামী ১৫ জানুয়ারি শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচ। আর সিরিজের বাকী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭, ২০ ও ২২ জানুয়ারি। শিডিউল অনুযায়ী আগামী ১১ জানুয়ারি খুলনায় আসার কথা থাকলেও সিরিজ শুরুর এক সপ্তাহ আগেই টাইগাররা চলে এসেছে। এদিকে বাংলাদেশ ক্রিকেট দল শুক্রবার আসলেও জিম্বাবুয়ে ক্রিকেট দল খুলনায় আসবে ১২ জানুয়ারি।  আগামী শনিবার সকাল ও বিকেলে শেখ আবু নাসের স্টেডিয়ামে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

Print
1880 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About admin

Close