যশোর এক্সপ্রেস ডেস্ক: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদসহ ৫ জাসদ নেতা হত্যা মামলায় ফাঁসি হওয়া ৩ জনের দাফন সম্পন্ন হয়েছে।শুক্রবার ভোর ৫টায় আনোয়ার হোসেনকে কুষ্টিয়া পৌরসভা কবরস্থানে, সকাল ৯ টায় সাফায়েত হোসেন হাবিবকে মিরপুরের রাজনগর গ্রামে এবং রাশেদুল ইসলাম ঝন্টুকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা গ্রামে দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে যশোর কারাগারে ফাঁসি কার্যকর হওয়া ৩ আসামি আনোয়ার হোসেন, রাশেদুল ইসলাম ঝন্টু ও সাফায়েত হোসেন হাবিবের মৃতদেহ তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হলে রাতেই তারা মৃতদেহ নিয়ে নিজ নিজ গ্রামে ফিরে।
1121 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা