যশোর এক্সপ্রেস ডেস্ক: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় প্রথম ধাপে অংশ নেয়া তিন মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বিভিন্ন সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মারা যান। নিহতরা হলেন-সিলেটের গোপালগঞ্জ উপজেলার রনকালি এলাকার জয়নাল আবেদীন, কুড়িগ্রমের উলিপুর উপজেলার চকলাপাড় গ্রামের নূরুল ইসলাম ও নাটোরের সিংড়া উপজেলার বটিয়া গ্রামের ফরিদ উদ্দিন। লাশের জিম্মাদার আদম আলী জানান, বৃহস্পতিবার রাতে ওই তিন মুসল্লি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সন্ধ্যায় ফরিদ উদ্দিন রাত ১১টার দিকে নূর ইসলাম ও রাত পৌণে ১টার দিকে জয়নাল আবেদীন হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মারা যান। শুক্রবার সকালে লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
1632 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা