যশোর এক্সপ্রেস ডেস্ক: টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে শরিক হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর গুলশানে নিজের বাসভবনে অবস্থান করে বিএনপি নেত্রী মোনাজাতে অংশ নেন বলে রাইজিংবিডিকে জানিয়েছেন তার প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান। তিনি বলেন, শারীরিক অবস্থা ভালো থাকলে ম্যাডাম প্রতিবছরই ইজতেমার সংশ্লিষ্ট এলাকায় গিয়ে আখেরি মোনাজাতে শরিক হন। কিন্তু গত বছর অবরুদ্ধ থাকা অবস্থায়ও তিনি কার্যালয় থেকে মোনাজাতে অংশ নেন। এ বছর তিনি তার বাসা থেকে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন।
রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজন শেষ হয়েছে। মোনাজাতে মুসলিম জাহানের কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মারকাজের শুরা সদস্য মাওলানা মুহাম্মদ সাদ। দেশ-বিদেশের লাখো তওহিদি জনতা এতে অংশ নেন। গত ৮ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছিল। আগামী ১৫ জানুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হয়ে তিন দিন পর শেষ হবে বিশ্ব তাবলিক জামাতের বার্ষিক এই সম্মিলন।