দোকানে ট্রাক ঢুকে দাদা-নাতিসহ নিহত ৩

যশোর এক্সপ্রেস ডেস্ক: গাজীপুরে ধীরাশ্রম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক রাস্তার পাশে থাকা মুদি দোকানে ঢুকে পড়েছে। এতে ট্রাকচাপায় দাদা-নাতিসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। রোববার দুপুর সোয়া ১টার দিকে গাজীপুর-চট্টগ্রাম বিশ্বরোডের ধীরাশ্রম রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দোকানী হাসান আলী (৭০) ও তার দৌহিত্র জুবায়ের (৮ মাস) এবং বিশ্ব ইজতেমা ফেরত ক্রেতা মোসলেম উদ্দিন (৬৫)। দোকানের সামনে অপেক্ষমান আশপাশের কয়েকটি পোশাক কারখানার ১২ শ্রমিক আহত হলেও তাদের নাম পরিচয় জানা যায়নি। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, চট্টগ্রাম থেকে সিরামিকসের কাঁচামালবাহী কালিয়াকৈরগামী ট্রাকটি ধীরাশ্রম রেলক্রসিং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাচার ওপর স্থাপিত একটি মুদি দোকানে ঢুকে পড়ে। এতে দোকানটি ভেঙে পড়ে যায়। এ সময় দোকানে থাকা হাসান আলী ও তার দৌহিত্র জুবায়ের এবং ইজতেমা ফেরত ক্রেতা মোসলেম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি উদ্ধারের কাজ চলছে। তবে চালক পালিয়ে গেছেন। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে আট জনকে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর অবস্থায় এক জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Print
931 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About admin

Close