যশোর এক্সপ্রেস ডেস্ক: গ্রাহক থেকে যে কোনো মূল্যমানের নোট গ্রহণ ও ছেড়া-ফাঁটা নোট বদলে দেওয়া সব ব্যাংকের জন্য বাধ্যতামূলক। তবে শাখাগুলো ছেঁড়া-ফাটা ও কম মূল্যমানের নোট এবং ধাতব মুদ্রা না নেওয়ার অভিযোগ অনেক পুরাতন। এ বিষয়ে ব্যাংকগুলোকে বেশ কয়েক দফা সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরপরও এ ধরণের নোট না নেওয়ায় এবার জরিমানা আরোপের সিদ্ধান্ত জানানো হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, এর আগে একাধিক সার্কুলারের মাধ্যমে গ্রাহক থেকে ছেঁড়া-ফাটা, ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা ও কাগুজে নোট নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ব্যাংক শাখা অনেকক্ষেত্রে গ্রাহক থেকে যথাযথভাবে তা গ্রহণ না করায় জনসাধারণ বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। সুষ্ঠু লেনদেন অব্যাহত রাখার স্বার্থে এখন থেকে এ নির্দেশনা লঙ্ঘিত হলে এবং উত্থাপিত অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যাংকে অর্থ দণ্ডে দণ্ডিত করা হবে।

ছেড়া-ফাঁটা নোট-ধাতব মুদ্রা না নিলে ব্যাংককে জরিমানা
1761 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা