যশোর এক্সপ্রেস ডেস্ক: মাগুরা সদর উপজেলার তেঘরিয়া গ্রামের একটি তালগাছ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। সোমবার সকালে এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করেছে। স্থানীয় বাসিন্দা আজাদুর রহমান জানান, বেলা ১১ টার দিকে তেঘরিয়া গ্রামের রাস্তার পাশে তালগাছের ডালে একটি ব্যাগ ঝুলতে দেখা যায়। পরে এলাকাবাসী ব্যাগটি খুললে তার মধ্যে থেকে নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, পুলিশ নবজাতকের (ছেলেশিশু) লাশটি উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
1028 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা