বড়রিয়ায় ঘোড়দৌড় অনুষ্ঠিত

যশোর এক্সপ্রেস ডেস্ক: মাগুরার মহম্মদপুরের ঐতিহ্যবাহী বড়রিয়া ঘোড়দৌড় প্রতিযোগিতা সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। প্রায় একশ’ বছর ধরে পৌষ মাসের ২৮ তারিখে এ মেলা ও ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়ে আসছে। খুলনা বিভাগের সর্ববৃহৎ এ মেলাকে ঘিরে এখন এ এলাকায় চলছে উৎসবের আমেজ। মেলার মূল আকর্ষণ ঘৌড়দৌড় প্রতিযোগিতা। দেশের বিভিন্ন জায়গা থেকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ঘোড়া আনা হয়। এবারের ঘৌড়দৌড় প্রতিযোগিতায় ২০টি ঘোড়া অংশ নেয়। চূড়ান্ত প্রতিযোগিতায় রায়পুরের সুলতান মিয়ার ঘোড়া প্রথম, রাজাপুরের ইলিয়াস মিয়ার ঘোড়া দ্বিতীয় ও বড়রিয়ার সুজন মিয়ার ঘোড়া তৃতীয় হয়। মেলা কমিটির সভাপতি ও মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান খাঁন জাহাঙ্গীর আলম বাচ্চু বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মেলার মূল আকর্ষণ ঘৌড়দৌড় প্রতিযোগিতা দেখতে হাজার হাজার নারী পুরুষ ও শিশুরা ভীড় জমান। উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসেছে মেলার স্টল। চারু কারু কাঠ-বাঁশ, প্রসাধনি, বেত আসবাবপত্র. তৈজসপত্র, মিষ্টি মাছসহ রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মাগুরাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার লোক সমাগম হয় এই মেলায়। ঘোড়দৌড় এক দিন অনুষ্ঠিত হলেও পক্ষকালব্যাপী চলে মেলার বেচাকেনা।

Print
2050 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About admin

Close