যশোর এক্সপ্রেস ডেস্ক: দুনিয়াতে কত রকম সম্পর্ক হয়। মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের চেয়ে বড় তো আর কিছু নেই, নয় কী? কিন্তু মায়াময় এই পৃথিবীতে কিছু বিরল সম্পর্কও কিন্তু থাকে। যেমন এই সম্পর্কটি! বিগত ১৬টি বছর গভীর মমতায় এই কচ্ছপটিকে লালন করেছিলো সুন্দরবন এলাকার এই জেলে পরিবার। কিন্তু পরিবেশ রক্ষার দোহাই দিয়ে পরিবেশ সংরক্ষণ কর্মীরা এই কচ্ছপটিকে তাদের কাছ থেকে নিয়ে এসেছে। তবে ওই পরিবারকে ঠকায়নি পরিবেশবাদীরা। এর বিনিময়ে কিছু অর্থও দিয়েছে পরিবারটিকে। ১৮ কেজি ওজনের এই কচ্ছপটিকে পরিবেশবাদীরা স্থানান্তর করেছেন ভাওয়াল ন্যাশনাল পার্কে। কিন্তু কচ্ছপটির বিদায় বেলায় নিজেকে আর ধরে রাখতে পারেননি জেলে পরিবারটির ঐ সদস্য। কী নাম এই সম্পর্কের?

কী নাম এই সম্পর্কের?
1048 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা