যশোর এক্সপ্রেস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া শহরে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্র ও ব্যবসায়ীদের বচসাকে কেন্দ্র করে টিএ রোড ও কান্দিপাড়া মাদ্রাসা রোডে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। সোমবার সন্ধ্যায় শহরের জেলা পরিষদ মার্কেটের এক দোকান থেকে মাদ্রাসা ছাত্রের মোবাইল কেনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।.
পুলিশ সূত্র জানায়,সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় মোবাইল ব্যবসায়ী ও মাদ্রাসা ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।এসময় ককটেল বিস্ফোরিত হলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। এগিয়ে আসেন স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে তারাও মাদ্রাসা ছাত্রদের ধাওয়া করলে ত্রিমুখী সংঘর্ষ বাঁধে। এসময় টিএ রোড ও কান্দিপাড়া মাদ্রাসা রোডের দোকানপাট বন্ধ হয়ে যায়। লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে মাদ্রাসা রোডের বেশ কিছু দোকান ভাঙচুর করা হয়। সহকারী পুলিশ সুপার বলেন, মাদ্রাসা ছাত্রদের বাড়াবাড়ির কারণেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।