যশোর এক্সপ্রেস ডেস্ক: প্রতি বছরের ন্যায় এবারো ‘আগামীর স্বপ্ন বুনি’ এ শ্লোগানকে সামনে রেখে নড়াইলে গর্বিত বাবা-মাকে সম্মাননা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সপ্তর্ষি ফাউন্ডেশন নামে একটি সংস্থা। মঙ্গলবার বিকেলে শহরের মুচিরপোল বাজারে সপ্তর্ষি ফাউন্ডেশনের আয়োজনে গর্বিত বাবা-মাকে সম্মাননা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ। এ সময় আরো উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, কাউন্সিলর রেজাউল বিশ্বাস, প্রফেসর মুন্সি হাফিজুর রহমান, দিলারা বেগম, প্রদ্যুৎ ভট্টাচার্য, মলয় কুণ্ডু, সপ্তর্ষি ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুর রশীদ মন্নু, সাধারণ সম্পাদক ইমান আলী মিলন প্রমুখ। এ বছর ভ্যানচালক মোঃ কামাল শেখ ও গৃহিনী শাহানারা বেগমকে গর্বিত বাবা-মা হিসেবে সম্মাননা প্রদান করা হয়। তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সন্তান মোঃ আরমান শেখকে শিক্ষাবৃত্তি বাবদ নগদ ৫ হাজার টাকা প্রদান করে সপ্তর্ষি ফাউন্ডেশন। পরে শীতার্তদের মাঝে একশ’ কম্বল বিতরণ করা হয়েছে।

গর্বিত বাবা-মাকে সম্মাননা
1161 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা