যশোর এক্সপ্রেস ডেস্ক: ডা. শামারুখ মাহজাবিন হত্যার পুনঃতদন্ত ও বিচার দাবিতে যশোরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের চিত্রামোড় এলাকায় বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে অংশ নিয়ে শামারুখ মাহজাবিনের বাবা প্রকৌশলী নূরুল ইসলাম বলেন, ‘আমার মেয়েকে সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতান, তার স্ত্রী ডা. জেসমিন আরা বেগম ও ছেলে হুমায়ুন সুলতান সাদাব পরস্পর যোগসাজসে খুন করেছেন।’ তিনি এ ঘটনার পুনঃতদন্ত দাবি করেন। উল্লেখ্য, ২০১৪ সালের ১৩ নভেম্বর রাজধানীর ধানমণ্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসভবনে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় ডা. শামারুখ মাহজাবিনকে। গ্রিন রোডের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শামারুখের বাবা খান টিপু সুলতান, তার স্ত্রী ডা. জেসমিন আরা বেগম ও ছেলে হুমায়ুন সুলতান সাদাবকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ডা. শামারুখ হত্যার পুনঃতদন্ত দাবিতে মানববন্ধন
851 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা