যশোর এক্সপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছর ধরে সব ধমের্র মানুষ এখানে শান্তিতে বসবাস করছেন। সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছেন। বর্তমান সরকারের দুই বছর পূর্তিতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কাউকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না। বিপথগামীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং প্রয়োজনে আরও কঠোর হব। তিনি বলেন, আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় দেশ যখন উন্নয়নের সোপানে এগিয়ে যাচ্ছে তখন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির দোসররা আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। আমরা শান্তিপ্রিয় জাতি, সন্ত্রাস সহিংসতায় বাঙালি বিশ্বাসী নয়।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: প্রধানমন্ত্রী
1471 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা