যশোর এক্সপ্রেস ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর যশোর অঞ্চলের সিগন্যালস কোরের ২০১৫ সালের ৭৮তম ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শহীদ ক্যাপ্টেন আব্দুল হামিদ খান প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট বিগ্রেডিয়ার জেনারেল আখতারোজ্জামান সিদ্দিকী। এরপর নবীন সেনাদের শপথ গ্রহণ শেষে সর্ব বিষয়ে শ্রেষ্ঠ কর্নেল কমান্ড্যান্ট পদক বিজয়ী সৈনিক বিল্লাল হোসেন ও সামরিক বিষয়ে সেন্টার কমান্ড্যান্ট পদক বিজয়ী সৈনিক ইমরান হোসেনকে পদক প্রদান করেন প্রধান অতিথি।
কুচকাওয়াজশেষে নবীন সেনাদের উদ্দেশ্যে ভাষণও দেন প্রধান অতিথি। এরপর নবীন সৈনিকদের সঙ্গে গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা। কুচকাওয়াজে ২১৩জন নবীন সৈনিক অংশ নেন। এর মধ্যে পুরুষ সৈনিক ১৮৮জন ও নারী সৈনিক ৩৫জন। কুচকাওয়াজ অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাসহ নবীন সৈনিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।