যশোর এক্সপ্রেস ডেস্ক: এবার ১৫টি পৌরসভা নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মার্চের মধ্যে এসব পৌরসভায় ভোটগ্রহণের চিন্তাভাবনা করা হচ্ছে। আর মার্চের শেষ দিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হওয়ার কথা। তবে ইউপি নির্বাচন আগেই ১৫ পৌর নির্বাচন শেষ করতে চায় কমিশন বলে ইসি সূত্রে জানা যায়। ইসি সূত্র জানায়, বর্তমানে ৪৮টি পৌরসভা নির্বাচন উপযোগী আছে। এর মধ্যে ১৫টি পৌরসভার নির্বাচন মার্চে করা সম্ভব হবে। বাকিগুলোর মেয়াদ মার্চের পর বিভিন্ন সময়ে শেষ হবে। ওই আলোকে বাকি পৌরসভাগুলোতে বিক্ষিপ্তভাবে নির্বাচন করা হবে।
সূত্র আরও জানায়, আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে ঝিনাইদহের কালীগঞ্জ, ভোলার চরফ্যাশন ও চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার নির্বাচনের বাধ্যবাধকতা আছে। আগামী ২৭ এপ্রিলের মধ্যে রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠী ও নোয়াখালীর কবিরহাট পৌরসভার নির্বাচন করতে হবে। এছাড়া আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ২৮ মে’র মধ্যে কুমিল্লার নাংগলকোট, ফরিদপুরের ভাংগা, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী ও টেকনাফ এবং ফেনীর সোনাগাজী নির্বাচনের সময়সীমা আছে। এসব পৌরসভায় আগামী মার্চে একসঙ্গে ভোটের পরিকল্পনা আছে ইসির। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২২৪ পৌরসভায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়।