পুলিশি নির্যাতনের বিচার চেয়ে গভর্নরের চিঠি

যশোর এক্সপ্রেস ডেস্ক: বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তার ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ করে পুলিশ প্রধানকে চিঠি দিয়েছেন ব্যাংকের গভর্নর। পুলিশের আইজি একেএম শহীদুল হককে পাঠানো চিঠিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ব্যাংক কর্মী গোলাম রাব্বানীর কথিত নির্যাতনকারী এএসআই মাসুদ শিকদারের বিচার চেয়েছেন। গভর্নরের এই চিঠি বুধবারই পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে বলে কর্মকর্তারা বলছেন।

গত শনিবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় একটি এটিএম বুথ থেকে টাকা তুলে বাসায় ফেরার পথে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা মি. রাব্বানীকে তল্লাশির নামে নির্যাতন করা হয় বলে অভিযোগ বলা হয়েছে। পরে তিনি থানায় অভিযোগ করে জানান, তাজমহল রোডে তার গতিরোধ করার পর পুলিশ তার কাছে মাদকদ্রব্য রয়েছে বলে দাবি করে। এ সময় এএসআই মাসুদ শিকদার তার কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিলো বলে মি. রাব্বানী অভিযোগ করেন।
ঘটনাটি বাংলাদেশের সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

Print
1645 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About admin

Close