৭২ ঘণ্টা শেষ, এখনও সরেনি হাজারীবাগের ট্যানারি

যশোর এক্সপ্রেস ডেস্ক: হাজারীবাগ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ট্যানারি স্থানান্তর করার নির্দেশ দিয়েছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। কিন্তু নির্ধারিত ৭২ ঘণ্টা সময় শেষ হওয়ার পরও হাজারীবাগের ট্যানারি মালিকরা সেই নির্দেশ অনুযায়ী হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরিত করেননি। সাভারের হেমায়েতপুরে স্থানান্তরিত হয়নি কোনও ট্যানারি কারখানা। মন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশের ট্যানারি শিল্প বন্ধ হয়ে যাবে বলে মনে করছেন ট্যানারির মালিকরা। বুধবারও দেখা গেছে, সচল ছিল হাজারীবাগের প্রত্যেকটি কারখানা।

জানা গেছে, বিসিক ও ট্যানারি মালিকদের মধ্যে হওয়া সমঝোতা স্মারক অনুযায়ী, মালিকদের ২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে হাজারীবাগের সব ট্যানারি সাভারে স্থানান্তরের কথা ছিল। হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্পনগরী হস্তান্তর করার জন্য ১২১ জন শিল্প মালিককে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। যদিও দুই দফা সময় বাড়িয়ে ট্যানারি স্থানান্তরের সময়সীমা গত বছরের ৩১ ডিসেম্বর করা হয়। ট্যানারি মালিকরা এ সময়ের মধ্যে স্থানান্তরিত না হওয়ায় গত রোববার ৭২ ঘণ্টা সময় দেন শিল্পমন্ত্রী।

Print
1541 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About admin

Close