তাঁত বস্ত্র হস্তশিল্প মেলার উদ্বোধন

যশোর এক্সপ্রেস ডেস্ক: নড়াইলে ২০ দিনব্যাপী তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। শহরের কুড়িরডোব মাঠে উদ্বোধন জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ। জাতীয় মহিলা সংস্থা নড়াইলের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় মহিলা সংস্থা জেলা চেয়ারম্যান সৈয়দা জাহানারা অহীদ। এসময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, মিনতি বোস, রাবেয়া ইউসুফ, তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলা কমিটির আহবায়ক শেখ সালাউদ্দিন নান্না, সাবেক ভিপি জাহাঙ্গীর হোসেন ইকবাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজ খান মিলন প্রমুখ। মেলার উদ্বোধনী অনুষ্ঠানশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Print
1872 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About admin

Close