যশোরে যুবলীগ কর্মী গুলিবিদ্ধ, ওসি ক্লোজড

যশোর এক্সপ্রেস ডেস্ক: যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে দলীয় কোন্দলের জের ধরে যুবলীগ কর্মী সাব্বির (২৫) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর দায়িত্বে অবহেলার দায়ে কোতয়ালী থানার ওসি সিকদার আক্কাস আলীকে ক্লোজড করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে এলাকায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে সাব্বিরের সঙ্গে একই সংগঠনের সাকিব ও রাশেদের কথাকাটাকাটি হয়। এ সময় সাকিব রিভলবার বের করে সাব্বিরের পিঠে দুই রাউন্ড গুলি করেন। গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে প্রথমে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসকরা শরীর থেকে গুলি বের করতে ব্যর্থ হলে সাব্বিরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, গুলিবিদ্ধ সাব্বিরের অবস্থা আশঙ্কাজনক। সাব্বির গুলিবিদ্ধ হবার খবর পেয়ে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

Print
1651 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About admin

Close