যশোরে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

আইটি ডেস্ক: যশোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। বৃহস্পতিবার বেলা ১১টায় কালেক্টরেট চত্বরে মেলার উদ্বোধন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মেলার উদ্বোধন করা হয়। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। প্রধান অতিথির বক্তব্যে আবদুস সামাদ বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এক সময় স্লোগান ছিল। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচিতে পরিণত হয়েছে। দেশের প্রত্যেকটি পরিবার তথ্য প্রযুক্তিতে সম্পৃক্ত হয়েছে। বাংলাদেশের মানুষ তথ্য প্রযুক্তিতে সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ হাসান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আহসান হাবীব পারভেজ। আলোচনা শেষে মোবাইল অ্যাপস ‘যশোর অ্যাপস’ ও এনজিও যশোরডটকম ওয়েব পোর্টাল উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় এটুআই প্রোগ্রামের সহযোগিতায় এবং যশোর জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলায় বিষয়ভিত্তিক প্যাভিলিয়নের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শিত হচ্ছে। ১নং প্যাভিলিয়নে সরকারি প্রতিষ্ঠানের ই-সেবা সমূহ, ২নং প্যাভিলিয়নে শিক্ষা, ৩নং প্যাভিলিয়নে ই-কর্মাস ও ৪নং প্যাভিলিয়নে তরুণ উদ্ভাবকদের প্রদর্শনী।

Print
2009 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About admin

Close