যশোর এক্সপ্রেস ডেস্ক: ভারত থেকে আমদানি নিষিদ্ধ বিপুল সংখ্যক নেশাজাতীয় ইনজেকশন জব্দ করেছে বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রের কর্মকর্তারা। শুক্রবার সকালে আনিছুর রহমান নামের এক পাসপোর্টযাত্রী (পাসপোর্ট নম্বর- এ ই ৪৭১৬০৩৩) এ ইনজেকশনগুলো ভারত থেকে ব্যাগে করে নিয়ে আসছিলেন। বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব অফিসার সরনিকা চাকমা জানান, ভারত থেকে পাসপোর্ট যাত্রী আনিছুর রহমান ইমিগ্রেশন শেষে তল্লাশি কেন্দ্রে আসেন। এরপর তার ব্যাগ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ১৩৪ বক্স ডোপামাইন ইনিড্রোকলোলাইন ইনজেকশন পাওয়া যায়। পরে বক্সগুলো থেকে ১৩৪০ পিস নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়। জব্দকৃত ইনজেকশন বেনাপোল কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে। পাসপোর্টযাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিপুল সংখ্যক নেশাজাতীয় ইনজেকশন জব্দ
1669 মোট পাঠক সংখ্যা 3 আজকের পাঠক সংখ্যা